• বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫, ০৮:১৯ অপরাহ্ন

ইউক্রেনজুড়ে রাশিয়ার ব্যাপক হামলা

নিউজ ডেস্ক
আপডেট : সোমবার, ২৬ আগস্ট, ২০২৪

ইউক্রেনজুড়ে রাতভর ব্যাপক হামলা চালিয়েছে রাশিয়া। হামলায় অন্তত ছয়জনের প্রাণ গেছে।খবর বিবিসির।  

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, শতাধিক ক্ষেপণাস্ত্র এবং প্রায় একশত ড্রোন ছোড়া হয়েছে।

রাশিয়া দাবি করেছে, তারা জ্বালানি অবকাঠামোতে হামলায় হাই প্রিসিশন (প্রায় নির্ভুল) অস্ত্র ব্যবহার করেছে।

ইউক্রেনের অনেক শহরে বিদ্যুৎ বিভ্রাট ও পানি সংকটের খবর পাওয়া গেছে।

রাশিয়ার কুরস্ক অঞ্চলে ইউক্রেনের সেনাদের অনুপ্রবেশের তিন সপ্তাহ পরে হামলার এ ঢেউ এলো।  

এদিকে ইউক্রেনের রাজধানী কিয়েভে বিমান হামলার সতর্কতা জারি করা হয়েছে।  

টেলিগ্রামে এক পোস্টে শহরের সামরিক প্রশাসনের প্রধান সেরহি পপকো বলেন, রাজধানীর দিকে ধেয়ে আসছে।

বেসামরিকদের তিনি আশ্রয়কেন্দ্রে যাওয়ার অনুরোধ করেন।  

ইউক্রেনের কর্মকর্তারা বলছেন, শীতের আগে বিদ্যুৎ নেটওয়ার্ক ক্ষতিগ্রস্ত করার জন্য এসব হামলা একটি সমন্বিত প্রচেষ্টা।

জেলেনস্কি সোমবার বলেন, দেশের জ্বালানি খাত অনেক ক্ষতির সম্মুখীন হয়েছে।


এই বিভাগের সব খবর
November 2025
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031