নিজস্ব প্রতিবেদক : ৩৭ বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের তিনজন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করেছে নির্বাচন কমিশন। তারা হলেন— স্বতন্ত্র প্রার্থী মোঃ রেজাউল করিম তালু, জাতীয় পার্টির প্রার্থী শরিফুল ইসলাম জিন্নাহ এবং নাগরিক ঐক্যের প্রার্থী মাহমুদুর রহমান মান্না।
এর আগে গত ২ জানুয়ারি দাখিলকৃত মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বিভিন্ন ত্রুটির অভিযোগে বগুড়া জেলা রিটার্নিং অফিসার তৌফিকুর রহমান তাদের মনোনয়ন বাতিল ঘোষণা করেন।
পরবর্তীতে সংশ্লিষ্ট প্রার্থীরা রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল করেন। আপিলের শুনানি শেষে আজ ১১ জানুয়ারি নির্বাচন কমিশন প্রথমে রেজাউল করিম তালু, তারপর শরিফুল ইসলাম জিন্নাহ ও মাহমুদুর রহমান মান্নার আপিল মঞ্জুর করে মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে।