• বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
বগুড়া-১ আসনে বিএনপির কাজী রফিকের প্রার্থিতা হাইকোর্টে বৈধ বগুড়া-২ (শিবগঞ্জ): তালু, জিন্নাহ ও মান্নার মনোনয়ন বৈধ ঘোষণা নির্বাচন কমিশনের সাবেক ৩ বার এর সফল প্রধান মন্ত্রি দেশনেত্রী খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের বগুড়ায় আগমন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত বগুড়া দুপচাঁচিয়ায় বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত বগুড়া স্টেশনে ‘মাশআল্লাহ’ বিরিয়ানী ও খিচুরী হাউজের উদ্বোধন বগুড়ায় সংবাদ সম্মেলনে এক নেতার অভিযোগ—তথাকথিত সাংবাদিকের বিরুদ্ধে চাঁদা দাবি ও হয়রানির দাবি। মুক্তিযুদ্ধের প্রজন্ম দল বগুড়া শহর শাখার সদস্য সচিব আব্দুল হাকিম এর আয়োজনে খালেদা জিয়ার জন্য দোয়া মাহফিল,গরিব ও দুস্থদের মাঝে কম্বল বিতরণ বগুড়ায় ১২ লক্ষ টাকা হাতিয়ে নেয়া ভন্ড জ্বিনের বাদশা অলৌকিক ক্ষমতাধর মহিদুল গ্রেফতার

মা-বাবার কবরের পাশেই চিরশায়িত কবি মাকিদ হায়দার

নিউজ ডেস্ক
আপডেট : সোমবার, ২৬ আগস্ট, ২০২৪

পাবনা: পাবনায় মা-বাবার কবরের পাশেই চিরনিদ্রায় শায়িত হলেন বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত বরেণ্য কবি মাকিদ হায়দার।

বৃহস্পতিবার (১১ জুলাই) সকালে জেলা সদরের আরিফপুরের কেন্দ্রীয় কবরস্থানে তাকে দাফন করা হয়।সকাল ৮টায় কবরস্থান সংলগ্ন মাঠে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।

বুধবার (১০ জুলাই) সকালে ঢাকার উত্তরার বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মাকিদ হায়দার। তার বয়স হয়েছিল ৭৭ বছর।

তিনি উচ্চ ডায়াবেটিসসহ বার্ধক্যজনিত কিছু জটিলতায় ভুগছিলেন। কিছুদিন আগেও তিনি হাসপাতালে চিকিৎসা নেন। পরে খানিকটা সুস্থ হলে তাকে বাসায় নিয়ে যাওয়া হয়।

মাকিদ হায়দার স্ত্রী, এক ছেলে, এক মেয়েসহ অসংখ্য স্বজন ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।  

মাকিদ হায়দারের প্রতি শ্রদ্ধা জানাতে প্রথমে তার মরদেহ বাংলা একাডেমিতে নেওয়া হয়। পরে তার নিজ জেলা পাবনায় নিয়ে আসা হয়।  

১৯৪৭ সালে পাবনার দোহারপাড়া গ্রামে জন্ম মাকিদ হায়দারের। বাংলা সাহিত্যের গুরুত্বপূর্ণ এ কবির রচনার মধ্যে রয়েছে ‘রোদে ভিজে বাড়ি ফেরা’, ‘আপন আঁধারে একদিন’, ‘রবীন্দ্রনাথ: নদীগুলা’, ‘বাংলাদেশের প্রেমের কবিতা’, ‘যে আমাকে দুঃখ দিলো সে যেনো আজ সুখে থাকে’, ‘কফিনের লোকটা’, ‘ও প্রার্থ ও প্রতিম’, ‘প্রিয় রোকানালী’ ও ‘মমুর সাথে সারা দুপুর’।

২০১৯ সালে কবিতায় বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পান মাকিদ হায়দার। এ ছাড়া তিনি পেয়েছেন দেশের উল্লেখযোগ্য অনেক সাহিত্য পুরস্কার।  

তার পরিবারের অন্য সদস্যরাও বাংলা ভাষা সাহিত্যে রেখেছেন বিশেষ অবদান। মাকিদ হায়দারের ভাই রশীদ হায়দার, জিয়া হায়দার, দাউদ হায়দার, জাহিদ হায়দার, আবিদ হায়দার ও আরিফ হায়দার।


এই বিভাগের সব খবর
January 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031