নিউজ ডেক্স :
বগুড়ার নেতাদের ঐক্য থাকার নির্দেশ দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গতকাল শনিবার সন্ধ্যায় নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ নির্দেশ দেন। পরে বৈঠকে উপস্থিত একাধিক নেতারা এ তথ্য জানিয়েছেন। তারা জানান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বগুড়ার সম্ভাব্য প্রার্থীদের কথা শুনতে নয়াপল্টনে ডাকেন তারেক রহমান।
গতকালের বৈঠকে বগুড়ার ৭টি আসনের মধ্যে থেকে ৫টি আসনের সম্ভাব্য প্রার্থী ও জেলার বিভিন্ন স্তরের নেতারা উপস্থিত ছিলেন। এদের মধ্যে ছিলেন বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা, সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু, সাবেক এমপি সোলাম মোহাম্মদ সিরাজ, বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, জেলা বিএনপি নেতা সাবেক মেয়র অ্যাডভোকেট মাহবুবুর রহমান, ভিপি সাইফুল ইসলাম, মাহবুবুর রহমান হারেজ, তা শাহজান আলী, ফজলুল বারী তালুকদার বেলাল, মোর্শেদ মিল্টন, এমআর ইসলাম স্বাধীন, তৌহিদুল ইসলাম মামুন, শহিদুন্নবী সালাম, ফজলুর রহমান খোকন, শহিদুল ইসলাম বাবলু প্রমুখ। উল্লেখ্য, এরআগে বগুড়ার আরও ২টি আসনের সম্ভাব্য প্রার্থীদের সাথে কথা বলোরেন তারেক রহমান।